আজ বৃহস্পতিবার সন্ধ্যার 6টা নাগাদ গঙ্গাসাগর, কলকাতা ,পূর্ব মেদিনীপুর সুন্দরবনসহ একাধিক জেলায় পূর্বদিকে আকাশে এক রহস্যময় আলো দেখা গিয়েছে, আপনারা যেমন ছবিটিতে দেখছেন এই ছবিটি দেখে বা এই দৃশ্যটি দেখে অনেক মানুষ উৎসুক হয়ে ওঠেন।
ইতিমধ্যে এই আলো নিয়ে নানা জায়গা থেকে নানা ধারণা উঠে আসছে। অনেকের দাবি কয়েক মিনিট দেখা যায়। অনেকে অনেকে আবার এও বলে দাবি করছেন যে এই আলোটি ভারতীয় অগ্নি ফাইভ মিসাইল টেস্টের সেই জ্বালানির আলো। এখন কোনটি গ্রহণযোগ্য তা নিয়ে অনেক বিতর্ক অবশেষে দেখা যাক আসল জিনিসটা কি প্রকাশিত হয়।



0 Comments