ঠান্ডা তো বিদায় নিচ্ছে তবে বাংলার ঘরে ঘরে একাধিক অসুখ বিসুখ সর্দি কাশি জ্বর, বাড়ছে অ্যাডিনো ভাইরাসের(Adenovirus) দাপট


সর্দি কাশি জ্বর




 শীত তো বিদায়  নিচ্ছে তবে বাংলার ঘরে ঘরে একাধিক অসুখ-বিসুখ। ছোট থেকে বড়, সকলেই নানা শারীরিক সমস্যায় ভুগছেন। জ্বর, সর্দিকাশি থেকে পেটের সমস্যা, ওষুধ খেতে খেতেই নাজেহাল সাধারণ মানুষ। এই জ্বর যেন পিছু ছাড়ছে না। কিছু মানুষের জ্বর সারলেও সর্দি কাশি থাকছে দুই থেকে তিন সপ্তাহ। বেশিরভাগ ক্ষেত্রে সর্দি কাশি দীর্ঘস্থায়ী হচ্ছে। এই পরিস্থিতিতে অ্যাডিনো ভাইরাসকে (Adenovirus)দায়ী করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।সর্তকতা ও দিচ্ছেন। স্বাস্থ্য ভবনে জরুরি বৈঠকে বসেন রাজ্যের স্বাস্থ্যকর্তারা। জনস্বাস্থ্যের সুরক্ষায় নতুন করে গাইডলাইন (Guidline)জারি করা হয়েছে। অ্যাডিনো ভাইরাস মূলত বড়দের তুলনায় ছোটদের উপরই আক্রমণ বেশি। তাই তাদের চিকিৎসায় বিশেষ সতর্কতার কথা জানানো হয়েছে।



সর্দি কাশি জ্বর



তিনদিনের বেশি সময় ধরে জ্বর থাকলে, মাথাব্যথা, পেটখারাপ হলে চিকিৎসা আবশ্যক করুন। সাধারণত জ্বর-কাশি, গলাব্যথার পাশাপাশি পেট খারাপ, বমি হয়ে থাকে এই ভাইরাসের আক্রমণে। এই অসুস্থতা বেশিদিন থাকলে টাইফয়েড, কোভিড (COVID-19) কিংবা ডেঙ্গু হতে পারে আপনার। তাই চিকিৎসককে দেখিয়ে দ্রুত সুস্থ হওয়া প্রয়োজন।


ভাইরাস



বাড়িতেও ঘরোয়া পদ্ধতিতে এর চিকিৎসা করতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, ঘরে অসুস্থ ব্যক্তির শরীরে তরলের ভারসাম্য ঠিক রাখতে হবে। জল, ওআরএস (ORS) খাওয়াতে হবে। ঘনঘন শরীরে তাপমাত্রা মেপে পর্যবেক্ষণে রাখতে হবে। খেয়াল রাখবেন প্রস্রাব নির্গমনের মাত্রা। ওষুধ হিসেবে খাওয়া যেতে পারে প্যারাসিটামল। বমি হলে ডমপেরিডন, অন্ডানসেটরোনের মতো ওষুধ খেতে হবে। শরীরের ওজন, বয়স বুঝে ওষুধের ডোজ দেওয়া প্রয়োজন। আর শ্বাসকষ্ট তীব্র হলে হাসপাতালে ভরতি করতে হবে রোগীকে। নচেৎ বাড়িতে অক্সিজেন(Oxygen) সাপ্লাইয়ের ব্যবস্থা করতে পারে।





অ্যাডিনো ভাইরাসের কবল থেকে কীভাবে রক্ষা পাবেন?


 সকাল সন্ধ্যায় বাইরে বেরোনো এড়িয়ে চলুন ।দু সপ্তাহের বেশি কাশি হলে চিকিৎসকের পরামর্শ নিন। দু'বছরের কমবয়সিরা অসুস্থ হলে তাদের আলাদা রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শ্বাসকষ্ট হলে মাস্ক (Mask) ব্যবহার করা আবশ্যক। সেইসঙ্গে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারও গুরুত্বপূর্ণ। অসুস্থ শরীর নিয়ে ভিড়ের মাঝে যাবেন না।


Post a Comment

0 Comments