দুহাতে রোজগার হবে ব্যাপক টাকা , বাড়ির এই দিকে রাখুন শুধু একটি এলোভেরা গাছ

 



বাড়িতে অনেকেই নানান প্রকারের গাছ লাগাতে পছন্দ করেন। গাছ লাগানো অনেকের কাছে নেশার মত। বাড়িতে খুব বেশী জায়গা না থাকলেও টবে লাগানোর মত ফুল, পাতাবাহার কিংবা ছোট ছোট ফলের গাছ অনেকেই লাগিয়ে থাকেন।  প্রায় প্রত্যেকের বাড়িতে এলোভেরা (Aloevera) গাছটি পাওয়াই  যায়। এই গাছের যেমন অনেক ঔষধি গুণ রয়েছে তেমনই রূপচর্চার কাজেও লাগে।

তবে আপনি জানেন কি এলোভেরা গাছ দিয়ে আপনি আপনার সংসারের অর্থনৈতিক সংকট দূর করতে পারবেন? এই গাছটির বাস্তু গুণাগুণ (Vastu Tips) প্রচুর। তবে এর সঠিক ব্যবহার না জানলে ঘটতে পারে উল্টোটাও। এলোভেরা গাছ যেমন অর্থনৈতিক সংকট (Financial Crisis) দূর করে, তেমনই বাড়িতে এটিকে ভুলভাবে রাখলে বিপদে পড়তে হতে পারে আপনাকে। তাই আজ এলোভেরা গাছ কোন পদ্ধতিতে বাড়িতে এনে লাগালে তার কী কী ফলাফল পাবেন।



ALOE VERA

ঘরের ভেতর এলোভেরা গাছ লাগাতে পারেন আপনি। এটি দিনে ঘরের মধ্যে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করবে। কিন্তু রাতের বেলা বিশেষ করে সূর্য ডুবে যেতেই গাছটিকে বাইরে রেখে আসতে হবে আপনাকে। নয়তো শ্বাসকষ্টের সমস্যা বাড়তে পারে। দ্বিতীয়ত, বাস্তুবিদরা বলেন এলোভেরা গাছ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় লাগানো উচিত। অপরিষ্কার জায়গায় এলোভেরা গাছ লাগালে তা বাস্তুর পক্ষে অত্যন্ত অশুভ বলে মানা হয়ে থাকে।

বাড়িতে এলোভেরা গাছ লাগালে এটি একটি পজেটিভ এনার্জির জন্ম দেয়। এর শুভ প্রভাবে শারীরিক এবং মানসিক অশান্তি দূর হয়। বাড়িতে সব সময় উত্তর-পূর্ব দিক করে এলোভেরা গাছ লাগাতে হবে আপনাকে। এর ফলে শুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায়। এই ছোটখাটো বিষয়গুলি মাথায় রাখলেই এলোভেরা গাছ আপনার সংসারের শ্রী বৃদ্ধি করবে।



ALOEVERA

এছাড়া এর নানা ঔষধি গুণ তো রয়েইছে প্রচুর। এর পাতা এবং শাঁস প্রধানত ব্যবহারে লাগে। এই গাছের পাতার রস যকৃত সুস্থ র রাখতে সাহায্য করে। সেই সঙ্গে শরীরে কোথাও ফোড়া হলে তার উপর এলোভেরা পাতার শাঁস বেটে লাগালে উপকার পেতে পারেন। কোথাও পুড়ে গেলেও এলোভেরার রস লাগাতে পারেন। এর প্রাকৃতিক কুলিং এফেক্ট পোড়া স্থানের নিরাময় করে খুব দ্রুত।



ALOEVERA 1

ত্বকের জন্য এলোভেরার উপকার বলে শেষ করা যায় না না। যাদের ব্রণ, ফুসকুড়ি, রোদে পুড়ে ত্বক কালো হয়ে যাওয়ার সমস্যা রয়েছে তারা এলোভেরা গাছের পাতার রস ব্যবহার করতে পারেন। এই গাছের পাতার রস ফিল্টার করে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে। তবে পাতার মধ্যে এক প্রকারের ক্ষতিকর পদার্থ রয়েছে সেটিকে অবশ্যই বের করে দিতে হবে আপনাকে। তার জন্য এলোভেরা গাছের পাতার দুই ধার কেটে নিন। তাকে লম্বালম্বি একটি পাত্রের মধ্যে কয়েক ঘন্টা রেখে তবেই ব্যবহারের নির্দেশ দেন বিশেষজ্ঞরা।




Post a Comment

0 Comments