দুধের মত ফর্সা হবে ত্বক, দিনে একবার এই কাজটি করুন, ত্বক থেকে মুছে দেবে সব দাগছোপ


রাতারাতি গোল্ডেন গুলো পেতে করুন ছোট্ট একটি কাজ, সোনার মত চকচকে হবে ত্বক





রূপচর্চায় (Skin Care) গোলাপ ফুলের ব্যবহার তো কমবেশি সবার জানা। গোলাপের পাপড়ির পেস্ট মুখে মাখুন কিংবা গোলাপ জল ব্যবহার করুন, নিমেষে ত্বকে ফুটে ওঠে গোলাপের মত আভা। তবে জানেন কি তাকে গোল্ডেন গ্লো ফুটিয়ে তুলতে কিন্তু আপনার হাতের কাছেই আরও একটি ফুল আছে? গাঁদা ফুল (Marigold) প্রধানত পুজোর কাজে লাগে বলে সকলেই ব্যবহার করে থাকেন। কিন্তু এই গাঁদা ফুল দিয়েই আপনার ত্বক হতে পারে সুন্দর সে কথা জানতেন কি আপনি?

ত্বকের পরিচর্যায় গাঁদা ফুল খুবই উপযোগী। যাদের ত্বকে বলিরেখার সমস্যা রয়েছে তারা এই ফুল বেটে নিয়ে তার রস ব্যবহার করলে উপকার পাবেন। চোখের তলায় ফোলা ভাব থাকলে সেটাও কমাতে সহায়তা করে গাঁদা ফুলের বিশেষ ফেসপ্যাক। আবার কাটা জায়গাতে জীবাণুনাশক হিসেবেও আপনি ব্যবহার করতে পারেন গাঁদা ফুলের রস। 


রাতারাতি গোল্ডেন গুলো পেতে করুন ছোট্ট একটি কাজ, সোনার মত চকচকে হবে ত্বক



গাঁদা ফুল, দুধ ও বেসনের ফেসপ্যাক : এক টেবিল চামচ গাঁদা ফুল বেটে নেওয়া পেস্ট নিন একটি পাত্রে। তার মধ্যে এক চা চামচ বেসন এবং এক চা চামচ কাঁচা দুধ মিশিয়ে নিন ভালোভাবে। এবার এই পেস্ট মুখে ও গলায় লাগিয়ে নিতে হবে আপনাকে। এক থেকে আধা ঘন্টা পেস্ট টিকে মুখে রাখুন।এবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে তিন থেকে চার দিন এই ফেসপ্যাক ব্যবহার করুন। তফাৎটা নিজের চোখেই দেখতে পাবেন তফাতটা।


রাতারাতি গোল্ডেন গুলো পেতে করুন ছোট্ট একটি কাজ, সোনার মত চকচকে হবে ত্বক



মধু, দুধের সর এবং গাঁদা ফুলের ফেসপ্যাক : যাদের ত্বক খুব বেশি শুষ্ক তারা এই ফেসপ্যাক ব্যবহার করলে উপকার পাবেন। এর জন্য গাঁদা ফুলের পাপড়ির রস এক টেবিল চামচ, ২ চা চামচ দুধের সর ও ১/২ চা চামচ মধু মিশিয়ে নিন। তারপর এই পেস্ট মুখে মেখে ৩০ মিনিট অপেক্ষা করুন। এই ফেসপ্যাক নিয়মিত ব্যবহার করলে মুখে বয়সের ছাপ পড়ে না এবং ত্বক অনেক উজ্জ্বল হবে।

রাতারাতি গোল্ডেন গুলো পেতে করুন ছোট্ট একটি কাজ, সোনার মত চকচকে হবে ত্বক


টক দই ও গাঁদা ফুলের ফেসপ্যাক : গরমকালে ট্যান রিমুভাল হিসেবে এই ফেসপ্যাক খুবই উপযোগী হবে আপনার। এর জন্য আপনি এক টেবিল চামচ গাঁদা ফুলের পাপড়ি বাটা, এক চা চামচ টক দই, ১/২ চা চামচ লেবুর রস এবং এক চা চামচ গোলাপ জল ভাল করে মিশিয়ে মুখে লাগিয়ে রেখে দিন এক থেকে দেড় ঘন্টা। শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে নিন। সপ্তাহে তিন দিন ব্যবহার করতে হবে এই ফেসপ্যাক।

এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনি তফাৎটা নিজের চোখেই দেখতে পাবেন। গাঁদা ফুলের যে কোনও ফেসপ্যাক ত্বকের স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনে। সেই সঙ্গে এটি ত্বকের তৈলাক্ত ভাব দূর করে। যারা অতিরিক্ত বাইরে বের হন এবং সানবার্নের সমস্যায় ভোগেন তারা ত্বকের ধরণ অনুসারে উপরের যে কোনও ফেসপ্যাক ব্যবহার করলে উপকার পাবেন।

Post a Comment

0 Comments