কলকাতার টলিপাড়ায় ঘটমান নতুন প্রেম প্রেম গন্ধ। ওই স্থান বেশ ফিসফাস চলছে - অভিনেত্রী গীতশ্রী রায় নাকি প্রেমে পড়েছেন। তাও আবার ইন্ডিয়ান সুপার লীগের ফুটবল টিম ‘বেঙ্গালুরু এফসি’র ফুটবল তারকার সঙ্গে। অর্থাৎ পর্দার প্রেম এই সময়ে মাঠে। কখনো রিল ভিডিও, তো কোনো সময়েই বার্থডে সমবেত যন্ত্রসংগীত - বেঙ্গালুরু'র ফুটবলার প্রবীর দাসের সঙ্গে মাঝেমাঝেই লক্ষ্য যায় গীতশ্রীকে। তবে কোনো সময়েই সামনে নিজদের প্রেমের কথা আমলে আনেননি তারা। সব সময়েই ‘প্রিয় বন্ধু’ বলেন ইহাকে অপরকে।
কলকাতার মিডিয়া থেকে জানা গেছে, প্রবীরের জন্মদিনেও উপস্থিত হয়েছিলেন গীতশ্রী। সেই পার্টিতে ছিলেন প্রবীরের কিছু ফুটবলার বন্ধু। সেই ভিডিওতে অবশ্য স্পষ্ট দেখা যাচ্ছে গীতশ্রী বলছেন, প্রবীর প্রচুর ভাল মানুষ। হ্যাঁ, আমি ওরে ভালবাসি। এই প্রশ্ন নিয়েই কলকাতার ১টি গণমাধ্যম যোগাযোগ করে গীতশ্রীর সঙ্গে।
তিনি আজকাল ব্যস্ত নিউ সিরিয়াল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ নিয়ে। শটের ফাঁকে এই প্রশ্ন শুনে প্রথমে উনি একটু অস্বস্তিতেই পড়েন। এড়িয়ে যেতে চেয়েছিলেন প্রেমের প্রসঙ্গ। কিন্তু পরে তিনি উত্তর দেন - আমরা ভালো বন্ধু। না, অনেক ভালো ফ্রেন্ড বললে ভ্রান্তি হবে। আমাদের সম্পর্কটা ফ্রেন্ডশিপের থেকেও খানিকটা বেশি। এখনই বিবাহের কোনও কথা নেই। ফুটবল আমি ছোট থেকেই ভালবাসি। ‘ইংলিশ প্রিমিয়ার লীগ’ দেখতাম রাত্রিতে বসে। তবে প্রবীর মানুষটা অতিশয় ভালো। একারণে আমাদের মধ্যে এই বন্ধুত্বটা গড়ে ওঠে।
উল্লেখ্য, ২০১১ সালে ‘রাশি’ টিভি সিরিয়াল দিয়ে অভিনয় জীবনে হাতেখড়ি গীতশ্রীর। তারপর অবশ্য একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তবু সেই জনপ্রিয়তাকে টেক্কা দিতে পারেননি এখনও। এই প্রসঙ্গে অবশ্য তার কথনীয় - ১২ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটাই তো বড়। আর নিউ প্রজন্ম আসছে, তাদেরও তো সুযোগ দিতে হবে

0 Comments