নিজের বিয়ের নিয়ে কী বললেন কৃতি শ্যানন!

 

বিয়ের গুঞ্জন নিয়ে কী বললেন কৃতি শ্যানন!


বলিউডি নিউ সেনসেশন কৃতি শ্যানন আর দক্ষিণী ছবির সুপারস্টার প্রভাস প্রেম করছেন - এরূপ চর্চা অনেকদিন ধরেই। এই প্রেমিক জুটি ‘আদিপুরুষ’ ছবিতে রাম আর সীতা ভূমিকায় অভিনয়ের পর থেকেই থেকেই তাদের প্রেম নিয়ে গুঞ্জন তুঙ্গে উঠে। এমনকী বলিউড জুড়ে চাউর হয়েছে প্রচণ্ড শীঘ্রি নাকি তারা বাগদান পর্ব সারতে চলেছেন। এমন সময়ে তাদের বিয়ের আলোচনায় জোর হাওয়া লাগালেন অভিনেতা বরুণ ধাওয়ান।




ভারতীয় মিডিয়া হতে জানা যায়, সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে, বরুণ অনায়াসে সিলমোহর দিয়ে দেন কৃতি আর প্রভাসের সম্পর্ক নিয়ে। বলিউডে এই মুহূর্তে যত নায়িকা ‘সিঙ্গেল’ আছেন তাদের তালিকা উল্লেখ করার জন্য গিয়ে বরুণ বলেন, কৃতির নাম এই কারণে নিলাম না, কারণ ওর নাম অন্য কারও বুকে লিখনি আছে। সেই ব্যক্তির বুকে কৃতির নাম রয়েছে, যিনি মুম্বাইবাসী নন। আজকাল সে দীপিকা পাডুকোনের সাথে কাজ করছেন অন্য শহরে।





জানা গেছে, নির্ভুল সে সময়ই দীপিকার সঙ্গে প্রভাস ‘প্রজেক্ট কে’র শুটিংয়ে ব্যস্ত ছিলেন। আর এইজন্য দুয়ে দুয়ে চার মেলাতে দুঃখ হয়নি ভক্তদের। সবাই বুঝে যান বরুণের ইঙ্গিত! বরুণের মন্তব্য শুনে কৃতি তড়িঘড়ি একটানা ব্যাপারটি প্রভাসকে জানান। কৃতি মিডিয়ায় বলেন, আমার খুব মন্দ লেগেছিল। প্রভাসকে বলতে সেও নাকি অনেক অবাক! আমায় জিজ্ঞাসা করল, বরুণ কেনো এগুলো বলছে ? আমি তাকে বললাম, আমি কী জানি! মাথা ভালো না হয়ে গিয়েছে ওর।




বরুণের মন্তব্য প্রসঙ্গে কৃতি এইরকম বলেন, আসলে আমাদের প্রেম টেম কিছু নয়। আমাদের ভেড়িয়া একটু বেশিই হিংস্র হয়ে যায় রিয়্যালিটি শোতে। মজা করতে গিয়ে নেকড়ের মতো গর্জন করে ফেলেছে। পাত্তা দেওয়ার কিছুই নেই নেই।

Post a Comment

0 Comments