টেলিভিশনের পর্দায় চোখ রাখলেই, আমাদের বিনোদন যোগানোর জন্য হাজারো সেলিব্রিটি প্রস্তুত হয়ে আছে। ক্যামেরার সামনে তারা সর্বদাই হাসিমুখে চলে আসে। তবে তাদের ব্যক্তিগত জীবনে বা ক্যামেরার ওপারেই কি ঘটে চলেছে, তা জানার অতীত হয়ে থাকে। যতই তারা ক্যামেরার সম্মুখে হাসিমুখে হাজির হোক না কেন, ক্যামেরার পিছনে অনেক সময় তাদের পর্যাপ্ত যন্ত্রণা সহ্য করে থাকতে হয়।
কিছুদিন পূর্বেই চালু হয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘তোমার খোলা হাওয়া’। এখানে মুখ্য চরিত্রে লক্ষ্য করা গেছে অভিনেতা ‘শুভঙ্কর সাহা’ (Shubhankar saha)কে তার সাথে অভিনেত্রী স্বস্তিকা দত্তকে (swashtika Dutta)। তবে বহুদিন পরে আবারো ক্যামেরার সামনে ধরা দিয়েছেন শুভঙ্কর। এই বেশ কিছুদিনে তার জীবনের অধ্যায় পুরোপুরি বদলে গিয়েছে বা বাঁচার ইচ্ছাই তার চলে গেছিল তা সত্ত্বেও আবারও সব গুছিয়ে ফিরে এসেছেন তিনি।
২০১৬-২০১৭ সালে তার ফেমেলির প্রিয় মানুষদের হারিয়েছেন তিনি। শুরুতে মা এরপর বাবা এবং শেষে দিদিও পরলোক করেছে। তবে সব সময় তার সাথে পেয়েছেন তার স্ত্রী বুনামী কে। সাম্প্রতিক কালে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে, নিজের জীবনের সেই দৃঢ় অধ্যায়ের কথাই তুলে ধরেছিলেন অভিনেতা। তিনি জানিয়েছেন, কয়েক মাস প্রথমে তার জ্যেষ্ঠ দিদিকে হারিয়েছে। ২০১৬-১৭ বর্ষের মধ্যে তার মা-বাবা, দিদি তিনজনই চলে যায়। সেই সময় রীতিমতো ডিপ্রেশনে চলে গিয়েছিলেন তিনি।
তবে তার গৃহিণী বনানী সব সময় তার সাথে ছিল। জীবনে ঘুরে দাঁড়াতে তাকে সেই সাহায্য করেছে। তার স্ত্রীকে অধিকাংশই বলেছিল যে, সে পারবে না। এমনকি স্ত্রীকে মাঝে মাঝে চিনতেও পারত না শুভঙ্কর, নেশাও করে ফেলত। সেই জায়গা হতে আবারও পুনরায় অভিনয় জীবনে ফিরে এসেছেন তিনি।


0 Comments