বাড়িতে বাবা মা দুজনেই অসুস্থ! তাই উপায় না পেয়ে সংসারের হাল ধরতে রাস্তায় শসা বিক্রি করছে ছোট্ট খুদে

 


বাড়িতে বাবা মা দুজনেই অসুস্থ! তাই উপায় না পেয়ে সংসারের হাল ধরতে রাস্তায় শসা বিক্রি করছে ছোট্ট খুদে



ভারতের মতো তৃতীয় পৃথিবীর কান্ট্রিতে দারিদ্রতা যেন সব সময়ের সঙ্গী। শিক্ষিত ছেলেমেয়েরা এসে লাইন দিচ্ছে জবের দরজায়, কিন্তু পাচ্ছে না! শিক্ষার মান সমৃদ্ধ হলেও কাজের জায়গার ঘাটতি পড়েছে সে কারণেই অনেকে পাড়ি দিচ্ছে বিদেশের পথে। গরীবেরা পড়াশোনা মাঝপথে ছেড়ে দিচ্ছে। সবাই কয়েকটি না কতিপয় কাজে যোগ দিচ্ছে, তার একটাই রিজন পেট চালাতে হবে!




শিশুশ্রম বেআইনি হলেও পথ শিশুদের দেখতে পাওয়া যাচ্ছে ভিক্ষা করতে। কোনো সময়েই কখনো বাবা-মায়েরাই ছেলে-মেয়েদের পাঠিয়ে দিচ্ছে ভিক্ষা করার জন্য। এই সবটাই দারিদ্রতার পরিচয়! সাম্পপ্রতিককালে সামাজিক মিডিয়ার পাতায় এরকমই এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে নোটিশ গেছে ৬ বা ৭ সালের ১টি ছোট্ট মেয়ে, রাস্তায় বসে শশা বিক্রি করছে।


বাড়িতে বাবা মা দুজনেই অসুস্থ! তাই উপায় না পেয়ে সংসারের হাল ধরতে রাস্তায় শসা বিক্রি করছে ছোট্ট খুদে



পথ চলমান এইরকম পর্যাপ্ত শিশুরই উদাহরণ পাওয়া যায় রোজকার জীবনে। যেখানে অন্যান্যারা পিঠে ব্যাগ নিয়ে বিদ্যালয়ে যাচ্ছে, সেখানে পথের ধারে বসে এই শিশুর সবজি বিক্রি করা বিশেষ নজর কেড়েছে সকলের। পড়াশোনা তো নেই, উল্টে নিজের মতন করেই শৈশবটাও এনজয় করার জন্য পারছে না সে। বাড়িতে বাবা-মা দুজনেই অসুস্থ একারণে উপায় না পেয়ে সংসারের দশা ধরতে হয়েছে খুদেকে।



স্ট্রিট শর্টস’ নামের একটি ইউটিউব চ্যানেল হতে এই ভিডিওটি তুলে ধরা হয়েছিল। প্রায় পাঁচ হাজার ভিউড সংখ্যা ছাড়িয়েছে এই ভিডিওটি। প্রত্যেকের চোখের কোনে জল চলে এসেছে ওই বাচ্চাটিকে দেখে। এত কষ্ট সত্ত্বেও ওই মিষ্টি ছেলেটির মুখে ছিল মিষ্টি হাসি।



Post a Comment

0 Comments